ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

লায়লা’র কাছে ক্ষমা চাইলেন টিকটকার মামুন!

প্রকাশিত: ১১:০৬, ১৩ মে ২০২৫

লায়লা’র কাছে ক্ষমা চাইলেন টিকটকার মামুন!

ছবিঃ সংগৃহীত

টিকটকার মামুন একটি বেসরকারি গণমাধ্যমের টকশো'তে লায়লা কে বলেন আই আ্যম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিয়েছি। আর কখনো হবে না। প্লিজ ক্ষমা করে দেও আমাকে। 

এরপর লায়লা বলেন, আচ্ছা। 
প্রতি উত্তরে মামুন বলেন, ধন্যবাদ। 

এ সময় উপস্থাপক জয় বলেন, এটা যেভাবে দিলেন মনে হচ্ছে আপনার ক্লাস ৮ এ পড়া বাচ্চারে আপনি ক্ষমা করে দিলেন। কিন্ত সেতো ক্লাস ৮ এ পড়া বাচ্চা না, সে আপনার জামাই। 

এরপর হাসতে হাসতে লায়লা বলেন, ওকে সবকিছু বলে দেয়া হয়েছে, তাই এখন আর আচ্ছা বলা ছাড়া ওয়ে নাই। 

এরপর উপস্থাপক জয় প্রশ্ন করেন, তোমাদের থেকে মানুষ কী শিখবে?

জবাবে লায়লা বলেন, আমাদের থেকে মানুষ স্ট্রাগল করা শিখবে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1C1iio3y35/

রিফাত

×