
ছবি :সংগৃহীত
বিয়ে না করে অভিভাবক হয়েছেন এমন তারকার তালিকা কিন্তু বলিউডে বেশ দীর্ঘ। এবার এই তালিকায় নাম লেখালেন ইব্রাহিম আলি খান। বিয়ে না করেই বাবা হলেন তিনি! পরিচয় করালেন সন্তানের সঙ্গে। ছবি পোস্ট করে বললেন, খান পরিবারের ছোট্ট সদস্য।
তিনি বিয়ে না করেই একটি কুকুরছানাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন। ইব্রাহিম ইনস্টাগ্রামে বম্বি নামের এই কুকুরছানার সঙ্গে তার ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, "আমার মনে হয় আমি ওকে নয়, ও আমাকে বেছে নিয়েছে। আগের জন্মে নিশ্চয়ই ও আমার সন্তান ছিল।" তিনি আরও জানান, বাড়ির কেউ প্রথমে রাজি না হলেও তিনি সকলের বিরুদ্ধে গিয়ে বম্বিকে বাড়িতে নিয়ে এসেছেন। এখন বম্বি খান পরিবারের একটি অমূল্য সদস্য।
তিনি আরও লিখেন, আমার নেওয়া এটি সেরা সিদ্ধান্ত ছিল। আমার ছোট্ট মেয়ে এবং পতৌদি পরিবারের সর্বশেষ সংযোজনকে শুভেচ্ছা!!!’
সম্প্রতি, ইব্রাহিমের প্রথম ছবি 'নাদানিয়া' মুক্তি পায়। খুশি কাপুরের বিপরীতে এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায়। তবে, পরিচালক হংসল মেহতা এবং পরিচালক বিক্রম ভাট ইব্রাহিমের অভিনয়ের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে তিনি বড় তারকা হতে পারেন বলে মন্তব্য করেছেন।
সা/ই