
ছবি: সংগৃহীত
নাটক ও ওয়েব সিরিজে সফল যাত্রার পর এবার বড় পর্দায় এক নতুন রূপে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এ প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। কোরবানির ঈদকে কেন্দ্র করে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শকমহলে কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে পোস্টারে প্রকাশ পাওয়া ফারিণের লুক ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
গত রোববার সন্ধ্যায় প্রকাশিত হয় সিনেমার তৃতীয় পোস্টার। আর সেই পোস্টারে চোখ আটকে যায় এক রহস্যময়ী নারীর চেহারায়। খয়েরি রঙের রক্তস্নাত পোশাক, মুখে রক্তের ছোপ, হাই হিল পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন ফারিণ। পোস্টারে আরও যা চোখে পড়ে তা হলো, ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে একগুচ্ছ তাজা গোলাপ।
এই দুই বিপরীত উপকরণ—রক্ত আর গোলাপ নিয়ে দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, সিনেমার বার্তা আসলে কী? পোস্টারের নিচে লেখা ছিল: ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’ এই একটি বাক্যই যেন ইঙ্গিত করে দেয়, সিনেমাটি শুধু রোমান্স নয়, বরং ন্যায়বিচার ও প্রতিশোধের এক গা শিউরে ওঠা গল্প বলবে।
পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, সিনেমাটি মানবিক সম্পর্কের একটি গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ‘ইনসাফ’-এ ফারিণ অভিনয় করছেন ‘জাহান’ চরিত্রে। থাকবে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী প্যাকেজ। একইসঙ্গে নির্মাতা এটাও জানিয়েছেন, গল্পের আবহ ও চরিত্রের গভীরতা বোঝালেই বোঝা যাবে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি গল্প।
তাসনিয়া ফারিণ নিজেও এই সিনেমার মাধ্যমে ওয়েব ও নাটকের জগত থেকে মূলধারার বাণিজ্যিক সিনেমায় প্রবেশ করছেন। তার আগমনে শুধু ভক্ত নয়, সিনেমাপ্রেমী সাধারণ দর্শকরাও ভিন্ন স্বাদ আশা করছেন। কারণ একদিকে তিনি ভালোবাসার প্রতীক গোলাপ হাতে, অন্যদিকে প্রতিশোধের অস্ত্র কুড়াল—এই দ্বৈত রূপেই যেন ফুটে উঠেছে নারীর সৌন্দর্য আর শক্তির যুগলতা।
সিনেমাটিতে ফারিণ ছাড়াও রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেক পরিচিত মুখ। কোরবানির ঈদের আনন্দে এই সিনেমা দর্শকদের জন্য কতটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে, এখন সেই অপেক্ষায় সবাই।
রাকিব