ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক খোয়ালেন অসহায় চালক

মো. জাফরুল হাসান, নিজস্ব সংবাদদাতা, কালকিনি

প্রকাশিত: ১০:৫৫, ১৩ মে ২০২৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক খোয়ালেন অসহায় চালক

মাদারীপুরের কালকিনিতে মো. শাওন মাঝি (১৯) নামে এক চালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চালক শাওন মাঝি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের শিপন মাঝির ছেলে।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার। 

অসহায় ভুক্তভোগী ইজিবাইক চালক শাওন মাঝির মা সিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, গত শনিবার সকালে ডাসার উপজেলার পিরারবাড়ি থেকে বেশ কয়েকজন অজ্ঞান পার্টির লোক যাত্রী সেজে আমার ছেলের গাড়িতে উঠে কালকিনির উদ্দেশ্যে রওনা দিতে বলেন। এসময় আমরা ছেলে কালকিনি উপজেলা পরিষদের পেছনে আসলে ওই অজ্ঞান পার্টির লোকজন শাওনকে পানির সাথে অচেতন নাশক খাইয়ে  রাস্তার পাসে ফেলে রেখে তারা ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শাওনকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আমার স্বামী মারা যাওয়ার পরে শাওন ঋণ করে ওই ইজিবাইকটি ক্রয় করে। আর ইজিবাইক চালিয়ে যে টাকা উপার্জন হতো তা দিয়ে আমাদের সংসার চলতো। এখন আমাদের উপার্জনের একমাত্র অবলম্বনকারী ইজিবাইকটি হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি আমরা। তাই সমাজের কোন বিত্তবান ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করতে চাইলে বা আমার ছেলের ইজিবাইকটির সন্ধান পেলে ( 01302687822) এই নাম্বারে ফোন দেয়ার অনুরোধ করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ইজিবাইক নিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সজিব

×