ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১০

রীনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৫:৫৭, ১৩ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১০

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার নাটাই ইউনিয়নের চান্দেরবাড়ি ও সলিমবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ১০ থেকে ১২টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সলিমবাড়ির শহিদ মিয়ার ছেলে গতকাল রাতে চান্দেরবাড়িতে বসে কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন। এ সময় চান্দেরবাড়ির লোকজন বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দাঙ্গাবাজরা উভয়পক্ষের ১০-১২টি বাড়িতে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

শহীদ

×