ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

দিনাজপুরে স্মার্ট কার্ড জটিলতা

টিসিবির পণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২১:৫৮, ১৩ মে ২০২৫

টিসিবির পণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

টিসিবির পণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ফ্যামিলি স্মার্ট কার্ড জটিলতায় দীর্ঘ পাঁচ মাস ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য পায়নি ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী। দীর্ঘ সময় ধরে খাদ্যপণ্য না পাওয়ায় হতাশায় ভুগছে ভুক্তভোগী পরিবারগুলো।
পৌর এলাকার সুবিধাভোগী দিনমজুর রহমান মিয়া, আবুল কাশেম, রতন মিয়া, মর্জিনা বেগম ও চম্পা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, টিসিবির খাদ্যপণ্য দিয়ে সংসার চালানো সহজ হয়। কিন্তু পাঁচ মাস ধরে খাদ্যপণ্য না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অন্য এলাকার মানুষ পাচ্ছে। কিন্তু আমরা এখনো পাচ্ছি না। প্রশাসন ইচ্ছে করলে স্মার্ট কার্ড ছাড়াও আগের কার্ড দেখেও খাদ্যপণ্য দিতে পারে।’
টিসিবির ডিলার মেসার্স শাহারিয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল লতিফ বলেন, উপজেলায় ১৮ হাজার ৮৭৯ জন সুবিধাভোগীর মধ্যে শুধু ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড এসেছে ১ হাজার ৫৪ জনের। এ স্মার্ট কার্ডধারীদের মাঝে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছে। তবে পৌর এলাকার জন্য একটি স্মার্ট কার্ডও আসেনি। স্মার্ট কার্ড এলেই সবাইকে খাদ্যপণ্য সরবরাহ করা হবে।

অপর ডিলার মেসার্স ভোলা প্রসাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী অনিল বলেন, যে কয়টি স্মার্ট কার্ড এসেছে তাদের সবাইকে তিন মাসের খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছে। স্মার্ট কার্ড না আসায় বেশিরভাগ সুবিধাভোগীর মাঝে খাদ্যপণ্য বিতরণ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইছাহাক আলী বলেন, খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ নেই। যে কয়টি স্মার্ট কার্ড এসেছে কার্ডধারী সবাই খাদ্যপণ্য পাচ্ছেন।

স্মার্ট কার্ড জটিলতার কারণে অন্যদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সমস্যা নিরসনে অ্যাপের মাধ্যমে কার্ড সাবমিট করা হচ্ছে। শীঘ্রই সব সুবিধাভোগীর মাঝে খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম শুরু করা যাবে।

×