
ছবি:সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র জনতার আন্দোলনে হত্যার চেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত এজহা্রভুক্ত দুই আসামি সুন্দলপুর ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মদ আবুল কাশেমকে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ নুরুজ্জামান (৪০)সুন্দলপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও একই গ্রামের মোহাম্মদ আবুল কাশেম (৫২) মৃত দুধ মিয়ার ছেলে৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্ড(ওসি) জুনায়েত চৌধুরী।
সোমবার(১২ মে) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাদের দুইজনকেই গ্রেপ্তার করে পুলিশ৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী বলেন,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার শহিদনগরে ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আসামি উপজেলার সুন্দলপুর গ্রামের ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান (৪০) ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম (৫২)কে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়৷
আলীম