ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন মমতাজ?

প্রকাশিত: ১৫:৪৪, ১৩ মে ২০২৫

ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন মমতাজ?

ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে সঙ্গীত জীবনের দুই বাংলার কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন মমতাজ বেগম। সুরের ভুবনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বনে যান ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য।

দেড় যুগের রাজনীতির জীবনে মাঠে নেমেই বিতর্কিত হয়ে পড়েন তিনি। ২০০৯ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০১৪ বিএনপিবিহীন নির্বাচন এবং ২০১৮ সালে রাতের ভোটেও মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

সংসদে গিয়ে একের পর এক মন্তব্য করে আলোচিত হন তিনি। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও মন্তব্য করেছেন মমতাজ। তার মন্তব্যকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখেন দেশবাসী। শুধু মন্তব্য নয় জাতীয় সংসদে গান গেয়েও আলোচনা সমালোচনার জন্ম দেন মমতাজ। 

বিতর্কিত এই সাবেক সংসদ সদস্যের নামে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। তার মধ্যে ভারতের তামিলনাড়ুুুর একটি ভূয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেয়ার বিষয়টি বেশ জল্পনা-কল্পনার জন্ম দেয়। 

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=1043457411264422&rdid=bhFhXnMMqaQNtUd8

 

এসইউ

আরো পড়ুন  

×