ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মাতৃভূমি অথবা মৃত্যু, দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবো না: বিজিবি সদস্য

প্রকাশিত: ২০:১১, ১৩ মে ২০২৫

মাতৃভূমি অথবা মৃত্যু, দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবো না: বিজিবি সদস্য

ছ‌বি: সংগৃহীত

প্রচণ্ড রোদে দাঁড়িয়ে দেশের সীমান্ত রক্ষায় দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে দেওয়া দুই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, তারা বলছেন:

“প্রচণ্ড রোদের মধ্যে দায়িত্ব পালন করছি আমরা। আল্লাহর কসম, সীমান্তের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসুলুল্লাহ। যত রোদ হোক, যত গরম হোক, যত বৃষ্টি কিংবা তুফানই হোক, আল্লাহর কসম— আমরা পিছু হটবো না।”

ভিডিওটি প্রকাশের পর অনেকেই বিজিবি সদস্যদের দেশপ্রেম ও সাহসিকতার প্রশংসা করছেন। সীমান্ত রক্ষায় তাদের এই দৃঢ় মনোভাব দেশবাসীর মাঝে আস্থা ও গর্বের অনুভূতি তৈরি করেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=5B--4J2ETZ0

এএইচএ

আরো পড়ুন  

×