ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মিথ্যা নারী নির্যাতন মামলা বেড়েই চলেছে, করণীয় কী বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

প্রকাশিত: ০৯:৩৭, ১৩ মে ২০২৫; আপডেট: ০৯:৩৮, ১৩ মে ২০২৫

মিথ্যা নারী নির্যাতন মামলা বেড়েই চলেছে, করণীয় কী বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে বিয়ের পর মিথ্যা যৌতুক ও নারী নির্যাতনের মামলার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠছে। অনেকক্ষেত্রে এসব মামলায় নিরপরাধ পুরুষরা শিকার হচ্ছেন হয়রানির।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বলেন, “এ ধরনের মামলা আগেও হয়েছে, এখনো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং মিথ্যা মামলা করার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে অনেক পুরুষই নির্যাতনের শিকার হয়ে পাল্টা মামলা করেন, যা কয়েক বছর আগেও প্রায় অসম্ভব ছিল। তাই আমি পুরুষদের বলবো, যদি আপনার স্ত্রী আপনাকে মিথ্যা মামলায় ফাঁসান, তাহলে অবশ্যই পাল্টা মামলা করতে শিখুন। প্রয়োজনে ‘ডমেস্টিক ভায়োলেন্স’ বা মানহানির মামলা করুন।”

তিনি মনে করেন, “পুরুষদের সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই মিথ্যা মামলা ও পুরুষ নির্যাতনের প্রবণতা সমাজ থেকে দূর করা সম্ভব। তবেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে এবং মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হবে।”

 

সূত্র: https://youtube.com/shorts/jcxwCCDFktQ?si=CdcUIIsCVxZuGkM1

এএইচএ

×