
ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধ বন্ধ এবং সংকট নিরসনে ‘সমন্বিত চুক্তি’র আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডার মুক্ত হওয়াকে স্বাগত জানিয়ে বলেন, এই ঘটনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে কাজে লাগিয়ে পক্ষগুলোকে একটি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগিয়ে যেতে হবে।
গুতেরেস বলেন, আজকের মুক্তির ঘটনাকে ভিত্তি করে আমি সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই যেন তারা একটি সমন্বিত চুক্তির দিকে এগিয়ে যায়—যার মাধ্যমে সব বন্দির মুক্তি, যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব নিশ্চিত করা সম্ভব হবে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, গাজায় চলমান সহিংসতা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, এটি একটি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন জরুরি।
এদিকে, গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইস্যুতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গুতেরেসের এই বার্তা সেই আলোচনার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসএফ