ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজায় নিহত আরও ৪৮

ত্রাণ নিতে আসা মানুষের ওপর গুলি

প্রকাশিত: ০১:১৮, ১ জুলাই ২০২৫

ত্রাণ নিতে আসা মানুষের ওপর গুলি

.

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৪৮ জন ফিলিস্তিনি। তাদের অনেকেই সহায়তার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
এদিকে রবিবার ভোর থেকে গাজা শহর ও উত্তরাঞ্চলে চলা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন। বোমাবর্ষণের সময়টায় গাজা শহরের জেইতুন, সাবরা এবং আল-জাওইয়া বাজার এলাকার পরিস্থিতি ছিল ভয়াবহ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে। সেখানে আলজাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, ‘হাসপাতালটিতে জায়গার অভাবে বহু মানুষ মেঝেতে পড়ে আছে। চিকিৎসাসামগ্রী নেই, বেড নেই, শিশুরাও মারাত্মক আঘাতে জর্জরিত।’
তিনি বলেন, ‘এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটি চরম সংকটে রয়েছে।’
তিনি আরও জানান, ইসরাইল পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার পরই শুরু হচ্ছে ভারি বোমা হামলা, যাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
গাজার দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েছিলেন এমন পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন যাদের গুলি করে হত্যা করা হয়েছে। বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে ব্যাপক সমালোচিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থন দিচ্ছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর (মে মাসের শেষদিক থেকে) ইসরাইলি সেনারা প্রায়শই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের প্রাঙ্গণে হামলা চালিয়েছে। সোমবারের এই হামলায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি ইসরাইলি বাহিনী। প্রাঙ্গণে ত্রিপল টানানো যে অস্থায়ী ঘরগুলোতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল, সেগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়।  
হামাসের সঙ্গে তুরস্কের বৈঠক ॥ গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনা করেছে তুরস্ক। দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে হামাসের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেছেন বলে জানা যায়। হামাসের সঙ্গে কথা বলেছেন তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপি।

×