
ছবি : সংগৃহীত
টিকটক দুনিয়ার আলোচিত-সমালোচিত জুটি লায়লা আখতার ও প্রিন্স মামুন আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। এবার তাদের ব্যক্তিগত সম্পর্ক, মাদকাসক্তি ও সহিংস আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও অভিযোগ। বিশেষ করে আরেক টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারীর সঙ্গে মামুনের সম্পর্ক ঘিরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, প্রিন্স মামুন ও ঐশী অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাচ্ছেন। এসব ভিডিও প্রকাশ্যে আসার পরই লায়লা আখতার এক ভিডিও বার্তায় মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, মামুন মাদক সেবন করে বিভিন্ন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মামুন। পাল্টা অভিযোগে তিনি বলেন, লায়লাই মাদকাসক্ত এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
রবিবার (১১ মে) মধ্যরাতে ‘*লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা*’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন লায়লা আখতার। সেখানে তিনি বলেন,
“সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। মনে করেন আমি ভিলেন। কিন্তু আমি চাইনি মামুন নেশা করুক, মদ খাক, মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ুক। আমি বাধা দিয়েছি, আর সেই কারণেই আমাকেই খারাপ বানানো হয়েছে, হচ্ছে, এবং আগামীতেও হবে।”
এই ভিডিও বার্তায় আরও বিস্ফোরক অভিযোগ করেন লায়লা। তিনি বলেন,
“২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। মামুন আমার পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করেছে। তারপরও আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, গাড়ি-বাড়ি চেয়েছে। এমনকি গতকালও আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করেছে।”
ভালোবাসার গভীরতা উল্লেখ করে তিনি বলেন,
"আমি মামুনকে অন্ধের মতো বিশ্বাস করতাম। সে যদি বলে ডান, আমি ধরে নিতাম এটাই ডান। যদি বলে বাম, সেটাকেই মানতাম। আল্লাহ ভালো জানে, আমি তাকে কতটা ভালোবাসতাম। আমি শুধু চেয়েছিলাম তাকে ভালো রাখতে।”
টিকটক তারকাদের এমন নাটকীয় ও চাঞ্চল্যকর ব্যক্তিগত দ্বন্দ্ব সামাজিক মাধ্যমে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ কেউ এটিকে মনোরঞ্জনের খোরাক হিসেবে দেখছেন। তবে এই বিতর্কের পরিণতি কী হবে, তা এখন সময়ই বলে দেবে।
আঁখি