ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আমাদের ঘরছাড়া করেছে ভাইয়েরা: প্রেসক্লাবে নির্যাতিত ৫ বোনের আর্তনাদ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৫:৩০, ১২ মে ২০২৫; আপডেট: ১৫:৩১, ১২ মে ২০২৫

আমাদের ঘরছাড়া করেছে ভাইয়েরা: প্রেসক্লাবে নির্যাতিত ৫ বোনের আর্তনাদ

ছবি: দৈনিক জনকন্ঠ

ফরিদপুর প্রেস ক্লাবে নির্যাতিত পাঁচ বোনের ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১২ মে) ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনে মধুখালী পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী ও তার ছোট ভাই সাবেক যুবলীগ নেতা ঝিলু কর্তৃক ‌বোনদের সম্পত্তি আত্মসাৎ ও অত্যাচারের প্রতিবাদে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী সেলিনা আক্তার, বেলি, শিউলি আক্তার, শিমু ও রিমু। এ সময় সংবাদ সম্মেলনে ‌তারা সাংবাদিকদের জানান, আমরা ৫ বোন ২ ভাই, আমাদের বাবা ও মা মারা গিয়েছেন। বাবা মায়ের রেখে যাওয়া সকল সম্পত্তি আমাদের ২ ভাই জোরপূর্বক ভাবে ক্ষমতার অপব্যবহার করে  ‌ ভোগ দখল করছে। আমাদের ৫ বোনকে বাড়ির সীমানায় যেতে দেয় না। এমনকি আমার বাবার কবর জিয়ারত করা জন্য যদি যাই তাহলে ভাইদের স্ত্রী এবং ছেলেদের দ্বারা বিভিন্ন রকমের গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয়।

গত ৮/২/২০২৫ ইং তারিখে আমাদের মা মারা গিয়েছেন, তারপর আমাদের ৫ বোনকে ঘর থেকে তার দলীয় লোক (নুর নবি, বয়স ৫০) বর্তমানে মধুখালী পৌর কৃষকদলের আহ্বায়ক সে বিএনপি এর ক্ষমতার অপব্যবহার করে তার পালিত দলীয় গুন্ডা বাহিনী দিয়ে আমাদের রাত ৩ টার সময় ঘর থেকে বের করে দেয়। তারপর আমরা আমাদের মায়ের মৃত্যুর শোক এবং শোক নিয়ে সারারাত রাস্তায় কাটিয়ে দেই, আমাদেরকে যদি কেউ সাহায্য করতে আসে তাহলে তাদেরকে বাধা দেয় আমাদের ভাই এবং ভাইয়ের লোকজন। 

গত ৮/৫/২০২৫ ইং তারিখে আমাদের পিতার সম্পত্তি হতে আমাদের পাওনা অংশের মধ্যে কিছু অংশ বিক্রি করতে বায়না সহ দলিল সম্পাদন করি, তখন নূর নবির দলীয় ক্যাডার বাহিনী দিয়ে সম্পাদন করা দলিলটি তার লোক দ্বারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মধুখালীতে একাধিকবার সালিশ হয়েছে। এছাড়া এই ঘটনাটা মধুখালী থানা পুলিশ ও অবগত আছে। আমরা এখন তাদের ভয়ে ভীত অবস্থায় জীবন অতিবাহিত করছি। পিতার রেখে যাওয়া সম্পত্তি যেন আইন মোতাবেক আমরা পেতে পারি সেজন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আবু তালেব, ভগ্নিপতি আব্দুর রশিদ, মেজো ছেলে অভি আহমেদ, ভাগ্নি সাথী। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মিরাজ খান

×