
ছবি: জনকণ্ঠ
জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ কর্তৃক তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ইউপিডিএফ-এর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
সংগঠনের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ-এর সংগঠক মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলে যে প্রস্তাব দিয়েছেন, তা মূলত এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড উৎসাহিত করার একটি কৌশল মাত্র।
তারা সরকারের কাছে দাবি জানান, ইউপিডিএফ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে দ্রুত নিষিদ্ধ করা হোক এবং সংগঠনের নেতাদের বিচারের আওতায় আনা হোক।
শহীদ