ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পুলিশের গাড়ীতে হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

তাহমিন হক ববী,স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২৩:০৬, ১২ মে ২০২৫

পুলিশের গাড়ীতে হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

ছবি:সংগৃহীত

পুলিশের গাড়ীতে হামলার মামলায় আজাদ হোসেন আওলাদ (২৫) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার  করেছে নীলফামারীর কিশোরীগঞ্জ থানা পুলিশ।সোমবার (১২মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজাদ হোসেন আওলাদ ওই উপজেলা সদরের গদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

তিনি রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং উক্ত উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি। তবে পুলিশ বলছেন আজাদ হোসেন আওলাদ উপজেলা সদর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে বলেন  আওলাদের বিরুদ্ধে সুনিদৃষ্ট কোন মামলা না থাকার পরেও কেন একজন পেশাদার সাংবাদিককে গ্রেপ্তার করা হবে? পুলিশকে এত উৎসাহী হলে চলবেনা। এমন অতিউৎসাহী কাজের জবাব পুলিশকেই দিতে হবে। আমরা সন্দেহ করছি, কিছু অতি উৎসাহী পুলিশ তাকে গ্রেপ্তার করে স্পর্শকাতর পেইন্ডিং মামলায় আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে  সাংবাদিক এবং পুলিশের মাঝে একটি বিতর্ক সৃষ্টি করা হলো।

বিবৃতিতে তিনি আরও বলেন এক সময় আওলাদ ছাত্রলীগের সাথে জড়িত ছিল। এরপর সে ছাত্রলীগের সাথে সর্ম্পক ছেদ করে সাংবাদিককতায় জড়িয়ে পড়েন। তিনি কিশোরীগঞ্জ উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি  চলমান অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী। তাকে জামিন দেয়া না হলে তার শিক্ষা জীবন পিছিয়ে পড়বে। তিনি তার জামিনের জোড় দাবি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর উপজেলার যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে  আটকের সময়ে পুলিশ ওপর হামলা করে পুলিশের গাড়ীতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নামী ও অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় আজ সোমবার (১২ মে) দুপুরে আজাদ হোসেন আওলাদকে অজ্ঞাত আসামী হিসাবে  মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে গ্রেরণ করা হয়।  

কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম বলেন,পুলিশের ওপর ও পুলিশের গাড়ী ভাঙচুর করার মামলায় অজ্ঞাত আসামী হিসাবে আজাদ হোসেন আওলাদকে গ্রেপ্তার  করা হয়েছে।

আলীম

×