ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আপনার কথাবার্তায় জনগণের ভোট চুরি করার ধান্দা, হাসিনা স্টাইলে পইড়া গেছেন আপনে: আসিফ সৈকত

প্রকাশিত: ০১:১৭, ১৩ মে ২০২৫; আপডেট: ০১:১৮, ১৩ মে ২০২৫

আপনার কথাবার্তায় জনগণের ভোট চুরি করার ধান্দা, হাসিনা স্টাইলে পইড়া গেছেন আপনে: আসিফ সৈকত

ছবিঃ সংগৃহীত

ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত বলেন, আমি ডিভাইড রুল ক্রিয়েট করে নব্য ফ্যাসিজম কায়েমের পক্ষে না।

সোমবার (১২ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

আসিফ সৈকত বলেন, 'একাত্তর' 'চেতনা' এই নামগুলার লগে ২০০৮ থিকা ২০২৪ পর্যন্ত হাজার হাজার মজলুম এর রক্ত, জীবন জড়ায়া গেছে। বহু শিশু, আলেম, মাদ্রাসার ছাত্রের আয়না ঘরের বন্দী জীবন, শহিদী মৃত্যু জড়ায়া আছে । বিএনপি তাদের কিংবদন্তী নেতা সালউদ্দীন কাদের চৌধুরীকে হারাইছে। তাঁকে ন্যূনতম ডিফেন্ড করার বা নাগরিক সুযোগটুকুও দেয়া হয় নাই এই  চেতনার বয়ান তুলে। 

তিনি আরও বলেন, আমি এই শব্দ গুলা নিয়া কোনো মন্তব্য করিনা , নাচিনা , এভয়েড করি । শব্দ গুলারে গলায় নিয়া প্লেকার্ড বানায়া ঘুরলে ফায়দা আছে বলে মনে হয়না। কেও জিগাইলে কইবা- 'হুম মুক্তিযুদ্ধ ছিলো, চেতনা ছিলো, আছে। আপনি দেশ কেমনে আগাবে হেই চিন্তা করেন। ইলেকশান দেন বা দিতে কন।  মা*_র্সোডামী কইরেন না। আপনার কথাবার্তায় জনগণের ভোট চুরি করার ধান্দা, হাসিনা স্টাইলে পইড়া গেছেন আপনে। 

সবশেষে তিনি বলেন, আমি এগুলা নিয়া নাচানাচিরও পক্ষে না এভয়েডেরও পক্ষে না, ডিভাইড রুল ক্রিয়েট করে নব্য ফ্যাসিজম কায়েমের পক্ষে না।" আমার আলাপ খুব ক্লিয়ার, কেও তেনা পেঁচায়েন না, পছন্দ করি না।

ইমরান

×