ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হাসিনার বেয়াই মোশাররফ একজন এলিট রাজাকার: আসিফ সৈকত

প্রকাশিত: ০০:২৫, ১৩ মে ২০২৫

হাসিনার বেয়াই মোশাররফ একজন এলিট রাজাকার: আসিফ সৈকত

ছবিঃ সংগৃহীত

ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত বলেন, হাসিনার বেয়াই মোশাররফ একজন এলিট রাজাকার।

সোমবার (১২ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

আসিফ সৈকত লিখেছেন, হাসিনার বেয়াই মোশাররফ একজন এলিট রাজাকার। তারে আম্লীগ চেতনার ফিল্টার দিয়া পার করায়া দিছে। হাজার হাজার প্রশ্নবিদ্ধ মানুষকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছে আওয়ামিলীগ তাদের রাজনৈতিক সুবিধা আাদায়ের জন্য। তাদের চেতনা ব্যবসায়ীদের দল ভারী করেছে । 

ইমরান

×