ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘বিএনপির জামায়াতকে ভয় পাওয়ার কারণ একটাই’, যা বললেন জাপা চেয়াম্যানের উপদেষ্টা

প্রকাশিত: ০১:১১, ১৩ মে ২০২৫; আপডেট: ০১:১৩, ১৩ মে ২০২৫

‘বিএনপির জামায়াতকে ভয় পাওয়ার কারণ একটাই’, যা বললেন জাপা চেয়াম্যানের উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যানের জি এম কাদেরের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ একটি সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক দল বিনএপি এবং জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জামায়াতে ইসলামীকে ভয় পাওয়ার কারণ একটাই।

মাহমুদুর রহমান মাহমুদ বলেন, ‘জামায়াত যেকোনো সময়ে যেকোনো রাজনৈতিক পটপরিবর্তন করার ক্ষমতা রাখে। এটাই হলো মূল কারণ।’

এছাড়া, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় জামায়াতে ইসলামীর রাজনীতির প্রশংসা করেছিলেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপির শ্রদ্ধেয় মহাসচিব, আমার মনে আছে, একসময় উনি জামায়াতের রাজনীতি নিয়ে ও জামায়াত কর্মীদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশংসা করেছিলেন।

 

সূত্র: https://www.facebook.com/share/r/1Af8ZL94fz/

রাকিব

×