ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গুলশান থেকে আটক

জোবাইর চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২৪, ১৩ মে ২০২৫; আপডেট: ০০:৩৯, ১৩ মে ২০২৫

ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গুলশান থেকে আটক

আটক চট্টগ্রাম নগর যুবলীগ নেতা সাজ্জাদ : জনকণ্ঠ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যার মত নৃশংস ঘটনা ঘটানোর অভিযুক্ত চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবির একটি দলের সহযোগিতায় সোমবার (১২ মে) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। আজ রাতেই তাকে চট্টগ্রাম নিয়ে আসার কথা জানিয়েছেন পাঁচলাইশ থানা পুলিশ। তাছাড়া আটক যুবলীগ নেতার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান রাত ১১টার দিকে জনকণ্ঠকে বলেন, ঘণ্টাখানেক আগে ডিএমপি-ডিবি’র সহযোগিতায় নগর যুবলীগ নেতা মোঃ সাজ্জাদকে আমরা গ্রেপ্তার করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামি সে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কীনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ধৃত সাজ্জাদ নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। 

আসিফ

×