ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অপরাধে জড়িত অভিবাসীদের তথ্য শেয়ার করতে পারবে IRS

প্রকাশিত: ০৫:১২, ১৩ মে ২০২৫

অপরাধে জড়িত অভিবাসীদের তথ্য শেয়ার করতে পারবে IRS

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের ক্ষেত্রে বড় ধরনের আইনি সুবিধা পেল ট্রাম্প প্রশাসন। সোমবার এক ফেডারেল বিচারক রায় দিয়েছেন, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (IRS) অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE)-কে অবৈধ অভিবাসীদের তথ্য সরবরাহ করতে পারবে, যদি তারা কোনো অপরাধে জড়িত থাকে। এই রায় ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ‘ক্রিমিনাল ডিপোর্টেশন’ নীতিকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ড্যাবনি ফ্রিডরিখ অভিবাসী অধিকার সংগঠন ‘সেন্ট্রো দে ত্রাবাহাদোরেস উনিদোস’-এর করা মামলা খারিজ করে দেন। সংগঠনটি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বিরুদ্ধে মামলা করে দাবি করেছিল যে, IRS ও DHS (হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ) এর মধ্যে চুক্তিটি ‘ইন্টারনাল রেভিনিউ কোড’-এর লঙ্ঘন।

তবে বিচারক বলেন, এই মামলার মূল বিষয় একটি সরল আইনি প্রশ্ন—IRS ও DHS-এর মধ্যে হওয়া সমঝোতা চুক্তি কি আয়কর আইন ভঙ্গ করে? আদালতের মতে, তা করে না।

কেবল অপরাধের ক্ষেত্রেই তথ্য বিনিময়
ফ্রিডরিখের রায়ে বলা হয়, চুক্তিটি স্পষ্টভাবে শুধুমাত্র অপরাধমূলক তদন্তের জন্য তথ্য শেয়ার করার অনুমতি দেয়। কোনো নাগরিক কেবলমাত্র অভিবাসন আইনের লঙ্ঘনের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হবেন—এই আশঙ্কা এখনো বাস্তব হয়ে ওঠেনি।

এ চুক্তির আওতায় ICE চাইলে IRS-কে কোনো অবৈধ অভিবাসীর নাম ও ঠিকানা সরবরাহ করতে পারে, আর IRS সেই তথ্য তাদের কর নথির সঙ্গে মিলিয়ে বর্তমান ঠিনাকা ICE-কে দিতে পারবে।

ট্রেজারি বিভাগের এক সিনিয়র কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, আইন মেনে সব তথ্য সুরক্ষিত রাখা হবে, তবে অপরাধের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা আইনি দায়িত্বের অংশ।

ট্রাম্পের ‘ডিপোর্টেশন মিশন’ আরও জোরালো
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনের পর থেকেই তার প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি টেক্সাসে ICE-এর এক সপ্তাহব্যাপী অভিযানে ৪০০-এর বেশি ‘হাই-প্রোফাইল’ অপরাধে জড়িত অভিবাসীকে আটক করা হয়েছে।

এই প্রেক্ষাপটে আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য এক গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এর ফলে এখন থেকে অভিবাসন কর্তৃপক্ষ অপরাধে যুক্ত অবৈধ অভিবাসীদের দ্রুত চিহ্নিত করে আটক করতে পারবে।

এদিকে, সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়কে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার ঝুঁকি তৈরি হচ্ছে।

সূত্র: ফক্স নিউজ

এসএফ 

×