
ছবি : সংগৃহীত
প্রবাসী সাংবাদিক ও ইউটিউব ব্যক্তিত্ব ইলিয়াস হোসেন সম্প্রতি তার ফেসবুক টাইমলাইনে একটি গভীর আবেগময় স্ট্যাটাসে তার প্রয়াত মাকে স্মরণ করে লিখেছেন হৃদয়ছোঁয়া কিছু কথা, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজের মায়ের প্রতি অপূর্ণ ভালোবাসা, না বলা কথা ও স্মৃতিমাখা কিছু মুহূর্ত শেয়ার করে তিনি হাজারো মানুষের চোখে জল এনেছেন।
স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন,"নিজের শরীরে অনেক রোগের বাসা ছিলো, তারপরেও আমার মাকে ফোন করলে আমি জিজ্ঞেস করার আগেই মা'র একটা প্রশ্নের জবাব দিতে হতো, 'তুই কেমন আছিস?'"
তিনি জানান, তার মা দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনবার স্ট্রোক করার পরও কার্ডিয়াক ও নিউরো জটিলতার কারণে এক চিকিৎসার জন্য আরেকটি চিকিৎসা সম্ভব হয়নি। এক পর্যায়ে তার এক চোখে গুরুতর সমস্যা হলেও প্রয়োজনীয় অপারেশন করা যায়নি। তবু কখনো মায়ের মুখে "আমি অসুস্থ", এমন কথা শোনা যায়নি, কারণ তিনি চাইতেন না ছেলে দুশ্চিন্তা করুক।
ইলিয়াস আরও জানান, মা প্রতিদিন ভিডিও কল দিতেন। ছেলে ব্যস্ত থাকলেও তাকিয়ে থাকতেন ক্যামেরার ওপারে। সেই ভিডিও কলগুলোর অনেক স্ক্রিনশট তিনি রেখে দিয়েছেন, এখনো মাঝেমধ্যে সেগুলো দেখে আবেগে ভেসে যান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন:
"মাকে দেখি, অনেক কথা বলতে চাই, কিন্তু মা কথা বলে না।"
এমন কথার ভেতর দিয়ে ফুটে ওঠে এক সন্তানের না বলা শত কথার যন্ত্রণা।
সবশেষে তিনি লিখেছেন "আমার মা স্বার্থপরের মতো শুধু নিজের ভালোবাসা প্রকাশ করে আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমি যে মাকে অনেক ভালোবাসি সেটা বলতে পারিনি। আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন, প্লিজ।"
ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাস ইতোমধ্যেই অসংখ্য মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন। অনেকেই তাদের নিজের মা-বাবার স্মৃতি তুলে এনেছেন, আবার কেউ কেউ জানিয়েছেন— জীবিত মা-বাবার প্রতি ভালোবাসা প্রকাশে যেন দেরি না হয়।
এমন হৃদয়বিদারক স্মৃতিচারণা আবারও স্মরণ করিয়ে দেয়, মায়েরা সবসময় দেন, বিনিময়ে কিছু চান না। সন্তানদের উচিত, সময় থাকতে তাদের মায়েদের ভালোবাসা জানানো।
আঁখি