
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ পরিপুর্ণ সমাধান নয়। আগামী জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রেখে জনগণই ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করবে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজার ও আমবৌলা বাজার, পয়সারহাট পূর্ব পাড় বাজারে ১১ মে বিকেল থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ওইদিন রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পশ্চিম পাড় বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, বিগত ওয়ান ইলেভেনের সময় যেমন করে জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, সেই একইভাবে এখনও ষড়যন্ত্র হচ্ছে।
ওয়ান ইলেভেনে যেমন করে জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে, তেমনি এখনও যারা ষড়যন্ত্র করছে জনগণকে সাথে নিয়ে তাদেরকেও দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।
এ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর ঢাকা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এসএম হীরা প্রমুখ।
মুমু