
আওয়ামী লীগকে রাজনীতির জঞ্জাল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, "অনেক আগে থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছে বিএনপি।"
গতকাল(১১ মে) বিকেলে প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি দেরিতে হলেও আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে স্বাগত জানান।
নজরুল ইসলাম খান বলেন, "ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে, ফ্যাসিবাদী সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারিক ব্যবস্থা করা হোক। আমরা বলছি, এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। যারা শুনলেন না, শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল?"
এদিকে, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, "আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল।"
রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা এসব মন্তব্য করেন।
সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শক্তিশালী এত উপদেষ্টা থাকার পরও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন, সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, "সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামী, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য দায়ী, তার বিচার হওয়া উচিত। আমাদের হাওর-বাওর, আমাদের খাল-বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য।"
আফরোজা