
ছবি: জনকণ্ঠ
বিএনপির সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উপজেলার বিভিন্ন কলেজের ছাত্রদলের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (১২ মে) তারা এ সৌজন্য স্বাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন,পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত, বাউফল সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুঃখ মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, রাইয়ান আকাশ তালুকদার প্রমূখ।
বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ছাত্র দলের নব-নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্র করে বলেন,“ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তোমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তোমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। সকল ফেসিবাদের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। অপশক্তি মোকাবেলা করে সামনের দিকে পথ চলতে হবে।”
শহীদ