ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের ছাত্রজনতা আবারও রাজপথে নামবে, যে কারণে বললেন সামান্তা শারমিন

প্রকাশিত: ২১:৩৯, ১২ মে ২০২৫; আপডেট: ২১:৪০, ১২ মে ২০২৫

বাংলাদেশের ছাত্রজনতা আবারও রাজপথে নামবে, যে কারণে বললেন সামান্তা শারমিন

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামোর প্রধান ধারক ও বাহক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্রজনতার চলমান আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, "গত এক সপ্তাহ ধরে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছি, সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়নের দাবি জানিয়েছি। শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধকরণ গ্রহণযোগ্য নয়।"

তিনি জানান, ছাত্রজনতার পক্ষ থেকে উঠে আসা এই দাবির সঙ্গে এনসিপি শুরু থেকেই ছিল এবং আছে। সাম্প্রতিক আন্দোলনের ফল হিসেবে আইন সংশোধনের উদ্যোগ এবং পরিপত্র (প্রজ্ঞাপন) জারির বিষয়টিকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে উল্লেখ করেন তিনি।

সামান্তা শারমিন বলেন, "বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামোকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এই পরিপত্র অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কারণ, আওয়ামী লীগের দোসররা এখনো দেশে সক্রিয়। তারা আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে, এমনকি বাবা-মা’র উপরও হামলা চালিয়েছে। অথচ, তাদের নিজস্ব নেতাদের সম্পদ, পরিবার এখনো অক্ষত রয়েছে।"

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অনেকই এখনো ‘মামলা বাণিজ্যে’ পরিণত হয়েছে এবং সেগুলোতে যথাযথ বিচার হচ্ছে না। “এই অবস্থায় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে ছাত্রজনতাকে আবার মাঠে নামতে হয়েছে,” বলেন তিনি।

সামান্তা আরও বলেন, “যদিও আমরা ইতোমধ্যে অনেকটাই সফল হয়েছি, তবে এখনো ‘জুলাই ঘোষণাপত্র’ জারি হয়নি। সেজন্য আমাদের আন্দোলন চলবে।”

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা চলছে এবং এসব বিষয়ে তারা সতর্ক নজর রাখছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সুরক্ষিত রাখার বা রক্ষা করার কোনো চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্রজনতা আবারও রাজপথে নামবে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=kPIdeAfy0zU

এএইচএ

×