ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পশু পরিবহনে থাকবে ৩ ক্যাটল সার্ভিস

ঈদে ১০ স্পেশাল ট্রেন চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ১৩ মে ২০২৫

ঈদে ১০ স্পেশাল ট্রেন চালু হচ্ছে

ঈদে ১০ স্পেশাল ট্রেন চালু হচ্ছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাঁচ জোড়া বা ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া আগামী ২ জুন থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু পরিবহনের জন্য ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি আগামী ২১ মে থেকে ঘরমুখো মানুষের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। গতবারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।
অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ॥ সভায় জানানো হয় ঈদ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে।  

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের যাত্রার বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২৭ মে। একইভাবে ঈদ পরবর্তি আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩০ মে থেকে।

প্রথম দিন বিক্রয় করা হবে ৯ জুনের ফিরতি টিকিট। এরপর ৩১ মে বিক্রি হবে ১০ জুনের ফিরতি টিকিট; ১ জুন বিক্রি হবে ১১ জুনের ফিরতি টিকিট; ২ জুন বিক্রি হবে ১২ জুনের ফিরতি টিকিট; ৩ জুন বিক্রয় হবে ১৩ জুনের ফিরতি টিকিট; ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের ফিরতি টিকিট; ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের ফিরতি টিকিট।  
রেলপথ সচিব বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিট সর্বোচ্চ এ বার ক্রয় করতে পারবেন। প্রতি ক্ষেত্রে ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন। এ ছাড়া এবার ঈদে ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি কোরবানি পশু পরিবহনে ৩টি ক্যাটল সার্ভিস ট্রেন পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সভায় জানানো হয়, ঢাকা থেকে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এসব আসনের বিপরীতে টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রা বাতিল করা হবে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে। তবে ঈদুল আজহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
আন্তঃনগর ট্রেনের ঈদ স্পেশাল সার্ভিস ॥ ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ট্রেনগুলো হলো- চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেনটি চট্টগ্রাম-চাঁদপুর রুটে পরিচালিত হবে; তিস্তা স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৫ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ট্রেনটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে এবং পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেনটি জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।
তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস ॥ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য তিন ক্যাটল স্পেলাশ ট্রেন সার্ভিস পরিচালনা করা হবে। ট্রেনগুলো হলো- ক্যাটল স্পেলাশ-১ ট্রেনটি আগামী ২ জুন দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের চলাচল করবে; ক্যাটল স্পেশাল-২ ট্রেনটি আগামী ২ জুন ইসলামপুর-ঢাকা রুটে চলাচল করবে এবং ক্যাটল স্পেশার-৩ ট্রেনটি আগামী ৩ জুন দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের চলাচল করবে।
২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে ॥ ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিন, আগের সাতদিন ও পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের পারাপারের নিমিত্ত পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা এবং কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঈদের এক সপ্তাহ আগে থেকে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ বা ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে।
মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ॥ ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে ঈদের আগে ও পরে তিন দিন করে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে থাকবে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ঈদের ছয় দিন (৪, ৫, ৬ ও ১২, ১৩, ১৪ জুন) ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুরহাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।’ এ ছাড়া মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন  

×