ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আওয়ামী সরকারের অধীনে চাকরিচ্যুত যাদেরকে পুনর্বহালের দাবি জানালেন সাংবাদিক সায়ের

প্রকাশিত: ০০:৩৭, ১৩ মে ২০২৫; আপডেট: ০০:৩৭, ১৩ মে ২০২৫

আওয়ামী সরকারের অধীনে চাকরিচ্যুত যাদেরকে পুনর্বহালের দাবি জানালেন সাংবাদিক সায়ের

ছ‌বি: সংগৃহীত

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় যেসব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের কারণে চাকরিচ্যুত করেছে— তাঁদের বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ফেসবুক বা অন্যান্য মাধ্যমে “কটূক্তি”, “জাতির পিতাকে অসম্মান”, “জয় বাংলা স্লোগান অবজ্ঞা”, “প্রধানমন্ত্রীর অবমাননা” কিংবা “উই রিভোলট” লেখার মতো অভিযোগে যাঁদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের সকলকে সসম্মানে পুনরায় নিজ নিজ পদে বহাল করা উচিত।

এম.কে.

আরো পড়ুন  

×