
ছবিঃ সংগৃহীত
ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত বলেন, 'একাত্তর' 'চেতনা' এই নামগুলার লগে ২০০৮ থিকা ২০২৪ পর্যন্ত হাজার হাজার মজলুম এর রক্ত, জীবন জড়ায়া গেছে।
সোমবার (১২ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ সৈকত তাঁর পোস্টে আরও লিখেছেন, বহু শিশু, আলেম, মাদ্রাসার ছাত্রের আয়না ঘরের বন্দী জীবন, শহিদী মৃত্যু জড়ায়া আছে । বিএনপি তাদের কিংবদন্তী নেতা সালউদ্দীন কাদের চৌধুরীকে হারাইছে। তাঁকে ন্যূনতম ডিফেন্ড করার বা নাগরিক সুযোগটুকুও দেয়া হয় নাই এই চেতনার বয়ান তুলে।
ইমরান