
ছবি:সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরের জামালপুর হাটে খাজনার টাকা না দেওয়াই ইজারাদারের লোকেরা দোকানীকে মারধর করে তার ৭০ লিটার সরিষার তেল রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় তেলের ক্ষতিপূরণের টাকা পেয়ে খুশি দোকানদার।
সোমবার ইজারাদারদের পক্ষ থেকে হাটের অংশীদার ইফতেখার কবির দোকানীর বাড়িতে গিয়ে ক্ষতিপুরণের টাকা দোকানীর হাতে তুলে দেয়।
অপরদিকে ইজারাদারের য়ে লোকজন দোকানী কে মারধর করল ওই দুজনের বিচার না করায় ক্ষুব্ধ হাট সংশ্লিষ্ট লোকজন ।হাটের একজন সদস্য জানান দোকানের তেলের ক্ষতিপূরণ দেয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই ঘটনা দেশের প্রথম শ্রেণীর পত্রিকায় প্রকাশ হয়েছে এতে হাটসহ আমাদের মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে।
যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিচার হওয়া প্রয়োজন তা না হলে ভবিষ্যতে তারা হাটে আসা ব্যবসায়ীদের সাথে এমন দুর্ব্যবহার ঝগড়াঝাটি করে যাবে। এতে হাটের সুনাম নষ্ট হবে। আমরা অনেক কষ্ট করে এই হাট এখানে বসিয়েছি হাটের ঐতিহ্য যাতে কোনভাবে ক্ষতি না হয় তার জন্য আমরা সকলে একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি। দু একজন লোকের জন্য পার্টির সুনাম নষ্ট হবে এটা আমরা চাই না।
উল্লেখ্য গত শনিবার খাজনা আদায় নিয়ে ইজারাদারের লোকজন ভ্রাম্যমান তেল বিক্রেতাকে মারধরসহ দোকানের ৭০ লিটার সরিষার তেল রাস্তায় ফেলে দেয়। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হাটের অংশীদার ইফতখার কবির বিষয়টি সমাধান করে দিবেন বলে দোকানিকে আশ্বাস প্রদান করেন।
তার প্রেক্ষিতে তিনি আজ সোমবার দোকানের বাড়িতে গিয়ে তেলের ক্ষতিপূরণ হিসেবে টাকা প্রদান করেন। তবে যারা এমন কাজ করেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট অ্ন্যান্যরা।
এ বিষয়ে ইক্তেখার কবির জানান নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমি আমি বলেছিলাম না সমাধান করে দিবো? তা সমাধান করে দিলাম।
আলীম