ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বেতনই একমাত্র আয়ের উৎস হওয়া উচিত নয়, কারণ...

প্রকাশিত: ১৫:০৯, ১১ মে ২০২৫

বেতনই একমাত্র আয়ের উৎস হওয়া উচিত নয়, কারণ...

ছবি: সংগৃহীত

প্রতিদিন হাজারো পরামর্শ দেওয়া হয় আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে, কিন্তু অনেকেই মনোভাব আর অভ্যাস বদলাতে পারেন না। বিজ্ঞাপনগুলো “প্রয়োজন” আর “চাহিদা”র পার্থক্য ঘুচিয়ে আমাদের খরচে প্রলুব্ধ করে।

বিশেষ করে নারীরা এই চাপে বেশি পড়েন—যেখানে তারা সবচেয়ে বেশি খরচ করেন, কিন্তু অবসর নিয়ে আত্মবিশ্বাসী নন। তাই “কম খরচ করো, বেশি জমাও” এই পুরনো পরামর্শ ছেড়ে দিয়ে বিনিয়োগ-ভিত্তিক মানসিকতা গড়ে তোলা জরুরি।

সবারই একটি সাইড হাসল দরকার
বেতন বাড়ানোর জন্য দাবি জানান, সঙ্গে একটি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করুন। এটি কেবল টাকা আনে না, আপনাকে দক্ষতায় আরও শক্তিশালী করে তোলে।

ছোট ব্যবসা চালানো, অনলাইন কাজ বা কোডিং শেখা—যাই হোক না কেন, একাধিক আয়ের পথ রাখা সময়ের দাবি। ঝুঁকি নিতে শিখুন—আর বিনিয়োগ হতে পারে তার সেরা উপায়।

ঝুঁকি নিন, প্রশ্ন করতে শিখুন
শুরুর জন্য এমন অর্থ ব্যবহার করুন, যেটা হারালেও ক্ষতি নেই। নিজেরাই শিখে বিনিয়োগ করুন। পরামর্শদাতা বেছে নেওয়ার আগে জেনে নিন—তারা বিক্রেতা না কি বিশ্বস্ত উপদেষ্টা।

“আমি কত খরচ দিচ্ছি?” “রিটার্ন কেমন?”—এই প্রশ্নগুলো করুন। আর যদি কেউ প্রশ্ন করলে আপনাকে ছোট করে, তাহলে তাদের থেকে দূরে থাকুন।

জীবনের জন্য পরিকল্পনা করুন
আপনার লক্ষ্যগুলোকে জীবনের ব্যয় হিসাবে দেখুন। পড়াশোনা, ভ্রমণ, দ্বিতীয় বাড়ি কিংবা আগেভাগে অবসর—আপনার ভবিষ্যৎ আপনিই গড়বেন।

“অবসর নিতে কত টাকা দরকার?”—এই প্রশ্নের একমাত্র উত্তর: “সঠিকভাবে কেউ জানে না।”

আপনি যদি টাকাটা জমাতে পারেন, তাহলে সেটাকে ব্যবহার করেও আপনার স্বপ্নের জীবন গড়ে তুলতে পারবেন। বিনিয়োগ করুন, শিখুন, আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন।

 

সূত্র: https://qz.com/gateway/wmt-csco-crwv-pbr-stocks-earnings-nasdaq-sp500-djia-1851779921

এএইচএ

×