
বিশ্বে শতবর্ষের বেশি সময় বেঁচে থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। যারা একশো বছরের বেশি সময় বাঁচেন তাদেরকে বলা হয়, ‘সুপার সেনটেনেরিয়ান’ বা ‘অতিশতবর্ষী’। আনুষ্ঠানিকভাবে ১৯৬২ সাল থেকে মানুষের গড় আয়ুর হিসাব রাখা শুরু হয়। ওই বছরে যাদের জন্ম হয় তাদের গড় আয়ু ছিল ৫২ বছর। ছয় দশকে এই হিসাব-নিকাশ পাল্টে গেছে। জাতিসংঘের হিসাব থেকে জানা যাচ্ছে, বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ বছরে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বে শতবর্ষী বা তার বেশি বয়ষ্ক মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৮৮ হাজার। ২০৩০ সালের মধ্যে শতবর্ষীদের সংখ্যা এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখের কাছাকাছি পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ১৯৯০ সালে শতবর্ষীদের সংখ্যা ছিল মাত্র ৯২ হাজার।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের উন্নত চিকিৎসা ব্যবস্থা, ভালো খাবার, জীবনযাপনের ধরনের মানোন্নয়নের কারণে মানুষের আয়ু বাড়ছে।
জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা, ২০৫০ সাল নাগাদ এটা ৭৭ বছরে পৌঁছে যেতে পারে। বর্তমানে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী যে পরিমাণ শিশু আছে তার চেয়ে বেশি মানুষ আছে ৬৫ বছরের বেশি বয়সী।
মোট কথা, ১০০ বছর বাঁচা মানুষের সংখ্যা বাড়ছে। ২০২৩ সালে জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য শূন্য সাত শতাংশ (০.০০৭%) মানুষের বয়স ১০০ বছরের ওপরে।
বিজ্ঞানীরা বলছেন, যদিও বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষের জন্য ১০০ বছরের ঘর ছোঁয়া কঠিন হবে। ২০২৪ সালে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফিক স্টাডিসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে জন্ম নেওয়া ছেলেদের দুই শতাংশ এবং মেয়েদের পাঁচ শতাংশ বছরের হিসাবে তিন অংকের ঘরে পৌঁছাতে পারেন।
তথ্যসূত্র: বিবিসি
সজিব