
ছবি:সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হযেছে। উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১২ মে) পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার সন্ধ্যার দিকে সে নিখোঁজ হয়। নিহত শিশু উপজেলার জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের মো. এস্কেন শেখের মেয়ে।
ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, রবিবার সন্ধ্যার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় নুসরাত। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। অবশেষে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলীম