ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সিলেটে আ. লীগের ২৬ নেতাকর্মী হেনস্তার শিকার

সালাম মশরুর, সিলেট

প্রকাশিত: ১৯:৫৮, ১২ মে ২০২৫

সিলেটে আ. লীগের ২৬ নেতাকর্মী হেনস্তার শিকার

ছবি: সংগৃহীত

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬জন নেতাকর্মী আদালতপাড়ায় হেনস্তার শিকার হয়েছেন। তারা সোমবার আত্মসমর্পণ করতে এলে আদালত চত্তরে উত্তেজিত জনতার হাতে হেনস্তার শিকার হন। এ সময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে। বাধা দিলে জনতার সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয় এবং পরবর্তীতে পুলিশ পরিস্থিতি শান্ত করে। সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত চত্তরে এই ঘটনা ঘটে।                         

জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীরা সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। এই চারটি মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।                      

আসিফ

আরো পড়ুন  

×