ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জলবায়ু পরিবর্তনে বদলে গেছে প্রকৃতি

বৈশাখেই ফুটেছে বর্ষার দূত কদমফুল!

তাহমিন হক ববী

প্রকাশিত: ০০:১২, ১৩ মে ২০২৫

বৈশাখেই ফুটেছে বর্ষার দূত কদমফুল!

নীলফামারীর বিভিন্ন স্থানের গাছে ফুটেছে বর্ষার কদমফুল

প্রকৃতিতে যেন আগুনের হল্কা।  মাঠ-ঘাট, রাস্তা, গাছপালা সব যেন জ্বলছে অদৃশ্য আগুনে। এই দুর্বিসহ দাবদাহের মধ্যেও ফুটেছে কৃষ্ণচূড়ার সঙ্গে বর্ষার দূত হিসেবে আখ্যায়িত কদমফুল। এ চিত্র দেখা যাচ্ছে উত্তরাঞ্চলের নীলফামারীসহ বিভিন্ন এলাকায়। কদমফুল ফোটা দেখে রবিবার অনেকে মন্তব্য করে বলছেন, দাবদাহে যেন প্রকৃতি নিজেই নিজের ব্যথাকে রাঙিয়ে তুলেছে লাল কৃষ্ণচূড়ার শোভায়।

আবার বর্ষার ফুল কদম এসে জানান দিচ্ছে আমি আসছি আগুন নেভাতে। উত্তরাঞ্চলের আবহাওয়া অফিস সূত্র বলছে, গত দুইদিন থেকে রংপুর অঞ্চলের আট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছে। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। রাস্তাঘাটে মানুষজনের চলাচল কমেছে। 
বলতে গেলে ‘আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে’ গীতি কবির এমন কথা এখন আর মিলছে না, ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে। এখন আর সেই ঋতুর বৈচিত্র্যের মধ্যে সীমাবদ্ধ নেই। অহরহই প্রকৃতিতে ব্যতিক্রম ঘটনা ঘটে চলেছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এ ছয় ঋতুর নামও যেন অনেকের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে।

বর্ষার দূত কদম ফুল আষাঢ় মাসে দেখা যাওয়ার কথা থাকলেও বৈশাখ মাসেই এখন গাছে গাছে শোভা পাচ্ছে সেই কদম ফুল। নীলফামারীর শহর, গ্রামসহ বেশ কিছু এলাকার গাছে ছেয়ে থাকা কদম ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা তাদের খেলার অনুষঙ্গ হিসেবে এই ফুলকে বেছে নিয়েছে। গাছের এ ফুল পেড়ে খেলায় মেতে উঠছে শিশু-কিশোরের দল। জেলা শহরের সবুজপাড়ার শিক্ষার্থী আফসারা বলেন, এই খরা মৌসুমে কদম ফুল ফোটেÑ এমনটা এলাকাবাসী কখনো দেখেনি।

স্কুলশিক্ষক জেসমিন নাহার বলেন, এত পরিমাণ গাছে কদম ফুল ফুটছে, তা দেখে মনে হচ্ছে এখন যেন আষাঢ় মাস। কদম ফুটলেও নেই বৃষ্টি। বিপরীতে আগুনের ফুলকি ঝরছে আকাশে বাতাসে। রোদের প্রচ- তাপে যেন জনজীবন থমকে থেকে। বিভিন্ন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের শিক্ষকসহ উদ্ভিদ বিশেষজ্ঞ আনোয়ার হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে। আর আবহাওয়ার বিরূপ প্রভাবে উদ্ভিদের পরিবর্তনের কারণে অসময়ে কদম ফুল ফুটছে। 
পরিবেশবাদী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন বলেন, বর্ষার বন্দনায় আমাদের গানে, কবিতায় ও শিল্প-সাহিত্যে কদম ফুল স্থান পেয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে, তাপমাত্রারও হয়েছে পরিবর্তন। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের নীলফামারীর উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম বলেন, বৈশাখে কদম ফুল ফুটলেও বর্ষার কদমের চেয়ে ছোট আর ক্ষণস্থায়ী এটি।

তবে জলবায়ু পরিবর্তনের কিছুটা কারণ আছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। এদিকে আবার কৃষ্ণচূড়ার রঙ যেন মাটির সমস্ত পিপাসা, সমস্ত ক্লান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের মতো লাল ফুলগুলো যখন ঝরে পড়ে, মনে হয় ধরা যেন আপন মনের তাপকে মাটিতে ছড়িয়ে দিচ্ছে। 
ক্লান্ত বাতাসে কৃষ্ণচূড়ার গন্ধও যেন হাল্কা সান্ত¡না নিয়ে আসে বলতে চায়, তাপের শেষেই আছে এক প্রশান্তির আহ্বান। ক্লান্ত বাতাসে কৃষ্ণচূড়ার গন্ধও যেন হাল্কা সান্ত¡না নিয়ে আসে বলতে চায়, তাপের শেষেই আছে এক প্রশান্তির আহ্বান।

প্রতি বছর এই সময় কৃষ্ণচূড়া শুধু ফুল ফোটায় না, ফোটায় এক রকম আবেগ। মনে করিয়ে দেয় কঠিন সময়ের মাঝেও রঙিন হয়ে ওঠা যায়। দাবদাহ যতই তীব্র হোক, প্রকৃতি কখনো রূপ হারায় না; বরং নিজের ব্যথাকেই সে রাঙিয়ে তোলে অনন্য সৌন্দর্যে। দাবদাহ যতই তীব্র হোক, প্রকৃতি কখনো রূপ হারায় না; বরং নিজের ব্যথাকেই সে রাঙিয়ে তোলে অনন্য সৌন্দর্যে। এই প্রচ- উত্তাপের দিনে, কৃষ্ণচূড়ার আগুন যেন এক নীরব গান গাইছে। জীবন, ভালোবাসা আর সৌন্দর্য কখনো থেমে থাকে না।

×