ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাতে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ, পালিয়ে গেল বর

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, মাদারগঞ্জ

প্রকাশিত: ০০:১৯, ১৩ মে ২০২৫

রাতে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ, পালিয়ে গেল বর

ছবি: সংগৃহীত

নেত্রকোনা থেকে এক স্কুল ছাত্রীকে জামালপুরের মাদারগঞ্জ এনে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ হাজির হলে কনে এবং বর পক্ষের লোকজন পালানোর চেষ্টা করে। সোমবার রাত ৯টায় উপজেলার বীর ভাটিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা থেকে এক স্কুল ছাত্রীকে জামালপুরের মাদারগঞ্জ এনে বাল্য বিয়ে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল।

সোমবার ১২ মে দিবাগত রাতে বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল। বর হিসেবে প্রস্তুত ছিল কমল চন্দ্র দাস। বাড়ির গেট সাজানো সহ তৈরি করা হয়েছিলো বিয়ের প্যান্ডেল। বিয়ের আয়োজনের খবর পায় স্থানীয়রা। পরে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের কাছে সহায়তা চায়। সোমবার রাতেই পুলিশ সেখানে যায়। এমন অবস্থায় বর কমল চন্দ্র দাস ও তার পক্ষের লোকজন এবং কনে পক্ষের লোক জন পালানোর চেষ্ঠা করেন। 

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, তিনি বাল্যবিয়ের খবর পেয়ে তা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। কমল চন্দ্র দাসের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন চলছিল। টহলরত অফিসারসহ কালি বাড়ী আইসি কেন্দ্রর ইনচার্জ মো. জিয়া সহ ফোর্স পাঠিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে লিখিত মুচলেকা নেয় পুলিশ। তাতে বলা হয়, বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তারা মেয়ের বিয়ে দেবেন না। মুচলেকা দেওয়ার পর বিয়ের আয়োজন বন্ধ ঘোষণা করা হয়। 

আসিফ

×