ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সঞ্জয় সরকার,নিজস্ব সংবাদদাতা,নেত্রকোনা

প্রকাশিত: ০০:১২, ১৩ মে ২০২৫

নেত্রকোনায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি:সংগৃহীত


নেত্রকোনার দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত  আব্দুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কৃষক আব্দুল খালেক বাড়ি সামনের জমিতে ধান কাটছিলেন। এ সময় থেমে থেমে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা ধান খেতে কৃষক খালেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা তার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারেন, তিনি বজ্রপাতে মারা গেছেন। 

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকেন। তারা আসলে জানাজা হবে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, 'নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'

আলীম

×