
ছবিঃ সংগৃহীত
স্কুলপড়ুয়া ৬ বছরের এই শিশু কন্যা বলেন, “আমি ড. ইউনূস আঙ্কেলকে বলতে চাই, শুধু আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করলেই হবে না। আওয়ামী লীগ যে দল—সে দলকে নিষিদ্ধ করতে হবে। দলটিকে নিষিদ্ধ করে মাটির সঙ্গে পিষে ফেলতে হবে যেন কেয়ামত পর্যন্ত তারা আর বের হতে না পারে। আমি সেটাই চাই। আমি আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব।”
শিশুটি আরও বলেন, “যুগে যুগে যারা অত্যাচারী শাসক ছিল, আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন—যেমন ফেরাউন, নমরুদ। তাদেরকেও আল্লাহ শাস্তি দিয়েছেন। তেমনি করে হাসিনাকেও আল্লাহ শাস্তি দিচ্ছেন। আওয়ামী লীগ নিষ্ঠুর হয়ে যাওয়ার পর তাদের মাটিতে পিষে ফেলার পরে কঠিনভাবে শাস্তি দিতে হবে। তাদের দলকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং দলের নেত্রী হাসিনাকে শহিদ মিনার অথবা টিএসসিতে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।”
শেষে শিশুটি বলেন, “আমাকে কেউ শিখিয়ে দেয় না। আমি কারো কাছ থেকে শিখে এই কথা বলি না। আমি নিজে থেকেই বলি। আমি পড়াশোনা করি নিজ থেকে কথা বলার জন্য।”
ভিডিও লিঙ্কঃ https://youtu.be/XFLQYAkOlDc?si=cVHk_-xeOxAwD0pg
ইমরান