
ছবি: জনকণ্ঠ
বাগেরহাটে তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে তাপপ্রবাহে বিরতি ঘটায় জনজীবনে প্রশান্তির ছোঁয়া লেগেছে।
জেলার রামপাল, শরণখোলা, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোংলা, মোড়েলগঞ্জ এবং সদর উপজেলার প্রায় সর্বত্র বৃষ্টি হয়। এ সময় রামপাল উপজেলাসহ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি হয়। বিকেল ৪টার দিকে আকাশে কালো মেঘ জমে ওঠে। এরপর পূর্ব-দক্ষিণ দিক থেকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রপাত। কিছুক্ষণ পর শুরু হয় মাঝারি ধরনের বৃষ্টি। হঠাৎ বাতাসের গতি ও বৃষ্টিপাত বেড়ে যায়। কিছু সময় পর তা কিছুটা কমে আসে।
এ সংবাদ লেখা পর্যন্ত হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল। কয়েক দিনের লাগাতার দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন এই বৃষ্টিপাত স্বস্তি এনে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে তাঁদের প্রশান্তির অনুভূতির কথা প্রকাশ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শহীদ