ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জামালপুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধারাবাহিক ধর্ষণ, থানায় মামলা

নিজস্ব সংবাদবাদাতা, জামালপুর ও মেলান্দহ

প্রকাশিত: ২০:১৩, ১২ মে ২০২৫

জামালপুরে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধারাবাহিক ধর্ষণ, থানায় মামলা

ছবি: জনকণ্ঠ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাব্বির উদ্দিন সাগর (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার বিষয়ে দাবি নিয়ে ওই যুবকের বাড়িতে গেলে কলেজছাত্রীর পরিবারের লোকজনকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয়। পরে উপায়ন্তর না পেয়ে অভিযুক্ত সাগরের বিরুদ্ধে ভিকটিম নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার বিকালে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রতারক যুবক সাবির উদ্দিন সাগরসহ তার পরিবারের সদস্যরা। সাব্বির হোসেন সাগর মেলান্দহ উপজেলার শিহুরী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও ভিকটিম সূত্রে জানা গেছে, গত ৫ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে সাব্বির হোসেন সাগরের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে সাব্বির হোসেন সাগর ওই কলেজছাত্রীকে পালিয়ে বিয়ে করার প্রলোভন  দেখিয়ে ১৫ দিন আগে দুই দফা সাব্বির হোসেন সাগর তার অটোতে রাতের বেলায় একাধিকবার ধর্ষণ করে। পরে ওই তরুণী সাব্বির হোসেন সাগরকে বিয়ের চাপ দিলে বলে যা হয়েছে বন্ধু হিসাবে। বিয়ের কথা বললে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ওই তরুণীকে হুমকি দেয় সাব্বির সোহেন সাগর। পরে উপায়ান্তর না দেখে বিষয়টি ওই কলেজছাত্রী তার পরিবারকে জানায়।

রবিবার সকালে সাব্বির হোসেন সাগরের বাড়িতে বিয়ের দাবিতে গেলে বাড়ির লোকজন পালিয়ে যায়। রাতে স্থানীয় কিছু লোকের চাপে চলে আসে ওই তরুণী। এ বিষয়ে বক্তব্য জানতে সাব্বির হোসেন সাগরের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকার যোগাযোগ করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। মেলান্দহ ওসি শফিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সাব্বির হোসেন সাগরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এএইচএ

×