ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কসবা-আখাউড়া

জেলা বিএনপির কমিটিতে আছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, নেই জুলুমের শিকার বিএনপি কর্মী

মো: সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২০:০৫, ১২ মে ২০২৫; আপডেট: ২০:০৬, ১২ মে ২০২৫

জেলা বিএনপির কমিটিতে আছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, নেই জুলুমের শিকার বিএনপি কর্মী

ছবি: জনকণ্ঠ

কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া অভিযোগ করে বলেন, বিএনপির বহু নেতাকর্মী যারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা করেছেন তাদেরকে নব গঠিত জেলা বিএনপির কিমিটিতে বঞ্চিত করা হয়েছে। 

ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। একই পরিবার থেকে একাধিক লোককে কমিটিতে পদ দেওয়া হয়েছে। সোমবার (১২ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে এক আবাসিক হোটেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, রাজনীতি করতে গেলে যোগ্যতা অনুসারে পদ-পদবী আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ত্রিশ বছর হয়নি এমন লোককে উপদেষ্টার মত গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলে বিষয়টি প্রশ্নবোধক। কিন্তু আমি কখনও দলের বিরুদ্ধে অবস্থান নেইনি। অতীতে দলের প্রত্যেকটি কমিটিকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছি। যেহেতু কেন্দ্র থেকে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে তাই আমি এই কমিটিকে সমর্থন করছি। 

তিনি নেতাকর্মীদেরকে ধৈর্য ধরার আহবান জানান। গত ৯ এপ্রিল ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। 

এর আগে তিনি অতিথিদেরকে সঙ্গে নিয়ে ফিতা কেটে হোটেলের উদ্বোধন করেন। 

উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহসীন ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. তপু লস্কর, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, সমাজ সেবক ফজলুর রহমানসহ প্রমুখ।

এএইচএ

×