
ছবিঃ সংগৃহীত
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও দানশীল বিল গেটস জানিয়েছেন, তিনি আগামী দুই দশকের মধ্যে তাঁর মোট সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন। এই বিশাল অর্থ গেটস ফাউন্ডেশনের কাজে ব্যয় করা হবে, যা ২০৪৫ সালে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই ঘোষণার পাশাপাশি গেটস তীব্র সমালোচনা করেন আরেক বিলিয়নিয়ার ইলন মাস্কের। মাস্ক যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল কমানোর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। এসব তহবিল দরিদ্র দেশগুলোতে খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য ব্যবহৃত হয়।
বিল গেটস বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী মানুষ যদি বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জীবন ধ্বংস করেন, এটা ভয়াবহ চিত্র।’ তিনি আরও জানান, তাঁর মৃত্যু নিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু তিনি চান না যে কেউ বলুক, তিনি ধনী অবস্থায় মারা গেছেন।
বর্তমানে বিল গেটসের সম্পদের পরিমাণ প্রায় ১০৮ বিলিয়ন ডলার। তবে ২০৪৫ সালের মধ্যে তাঁর ফাউন্ডেশন থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার ব্যয় করা হতে পারে।
গেটস অতীতে কোভিড-১৯ টিকার পেটেন্ট উন্মুক্ত না করার পক্ষ নিয়েছিলেন, যা নিয়ে তিনি সমালোচিত হন। অনেকেই তাঁকে ভ্যাকসিন বর্ণবৈষম্য-এর প্রবক্তা বলেও আখ্যা দেন। তবে তাঁর দীর্ঘদিনের কাজ দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্য ও টিকাদান কর্মসূচিতে বিশাল অবদান রেখেছে, যাকে অনেকেই প্রশংসা করে থাকেন।
গেটস বলেন, ‘এখনও বহু সমস্যা আছে যেগুলোর সমাধানে আমাদের কাজ করতে হবে – আর সেই কাজেই আমি আমার সম্পদ দিতে চাই।’
সূত্রঃ আল-জাজিরা ও নিউজ এজেন্সী
আরশি