ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চাঁদের মাটিতে মাছের চাষ

নেচার নিউজ

প্রকাশিত: ২৩:৪১, ৮ মে ২০২৫

চাঁদের মাটিতে মাছের চাষ

এবার চাঁদ নিয়ে নতুন চিন্তাভাবনা বিজ্ঞানীদের

এবার চাঁদ নিয়ে নতুন চিন্তাভাবনা বিজ্ঞানীদের মনে। তারা চাঁদের বুকে এবার মাছের চাষ করতে চলেছেন। শুনতে অবাক মনে হলেও এটাই চরম বাস্তব। তবে সেখানে কোনো প্রজাতির মাছের চাষ করা হবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট খবর মেলেনি। বিজ্ঞানীরা এখানে প্রযুক্তি এবং বুদ্ধিকে কাজে লাগাতে চাইছেন। চাঁদে যে ধরনের পরিবেশ রয়েছে সেখানে প্রাণীদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। তবে সেখানে কীভাবে সেখানে মাছের চাষ হবে তা নিয়ে চলছে গবেষণা।
এই পরিকল্পনাটি ২০১৬ সাল থেকেই বিজ্ঞানীদের মনে ছিল। ইউরোপীয়ান স্পেস এজেন্সি এ বিষয়ে কাজ করছেন। এবার প্রায় এক দশক পর এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে চলেছেন তারা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লুনার হ্যাচ। 
দক্ষিণ ফ্রান্সের গবেষকরা এই কাজ করার কাজে সচেষ্ট। তারা চাইছেন যে মাছটি পৃথিবীতে ডিম পাড়ে তাকে সরাসরি চাঁদে নিয়ে গিয়ে ডিম পাড়ানো হবে। এই কাজটি সহজ বলে মনে না হলেও বিজ্ঞানীরা এর প্রস্তুতি নিয়েছেন। 
চাঁদের বুকে কেন মাছের চাষ করা হবে সেই কথার উত্তর দিতে গিয়ে গবেষকরা বলেছেন মাছেরা হল প্রচুর প্রোটিন, ওমেগা এবং ভিটামিনে যুক্ত। ফলে সেখান থেকে তারা যে কোনো পরিবেশে অতি সহজে মানিয়ে নিতে পারে। চাঁদের মেরুতে কঠিন বরফের সন্ধান মিলেছে। সেখানে যদি জলের ট্যাঙ্ক বানিয়ে মাছেদের রাখা যায় তাহলে এই কাজটি করা যাবে বলেই মনে করছেন গবেষকরা।
সেখানে যে মাছের থাকার ট্যাঙ্ক হবে তা পৃথিবী থেকেই নিয়ে যাওয়া হবে। মাছেদের খাবারও সেখানে থাকবে। ফলে মাছেরা সেখানে প্রচুর দিন বেঁচে থাকতে পারবে। 
প্রাথমিকভাবে ২০০ প্রজাতির মাছকে চাঁদে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে কতগুলো মারা যায় তার ওপর বাকি পরীক্ষা নির্ভর করবে। মাছেদের সেখানে নিয়ে গিয়ে সেখানকার জলে যদি ছাড়া হয় তাহলে তারা কী অবস্থায় থাকবে সেদিকেও নজর থাকবে বিজ্ঞানীদের। - নেচার নিউজ

×