
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে চলমান অবস্থান কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান শুক্রবার রাতে এক স্ট্যাটাসে ঢাকায় সমবেত হওয়ার জন্য ‘ফাইনাল আহ্বান’ জানিয়েছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় মশিউর রহমান বলেন, “বাংলাদেশের সকল জেলায় জেলায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। যাদের সম্ভব, ঢাকায় সমবেত হোন! এটা ফাইনাল আহ্বান!”
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে রাজধানীর গুলশানে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করে জাতীয় ছাত্র-জনতা। কর্মসূচির নেতৃত্বে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আন্দোলনকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাদের দাবি, দলটির বিরুদ্ধে স্পষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে বিচার ও নিষিদ্ধকরণ প্রক্রিয়া শুরু করতে হবে। আন্দোলনের চার ঘণ্টা পার হলেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নুসরাত