ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় খান তালাত মাহমুদ রাফি

‘সবাই নিজ দায়িত্বে যমুনায় আসুন, আওয়ামী লীগের ফয়সালা আমরা রাজপথে করব’

প্রকাশিত: ০৪:১৯, ৯ মে ২০২৫; আপডেট: ০৬:০৯, ৯ মে ২০২৫

‘সবাই নিজ দায়িত্বে যমুনায় আসুন, আওয়ামী লীগের ফয়সালা আমরা রাজপথে করব’

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন। ভিডিওতে তিনি বলেছেন, ‘দেশের যে যেই প্রান্তে আছেন, সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসুন, যমুনায় আসুন। আওয়ামী লীগের ফয়সালা আমরা রাজপথে করব।’

এছাড়া, ‘এইবার এইটার শেষ আমরা দেখে ছাড়বো, ইনশাল্লাহ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আর কোন ছাড় নয়, আর কোন সুশীলতা নয়। অনেক হয়েছে, দশ মাস পার হয়ে গেছে, এখন এটা আমাদের গলার কাঁটা হয়ে গেছে।’

রাফি জানান, ‘অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত জুলাই শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। যে সংগঠন, যে গণহত্যাকারীরা আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের ভাইদেরকে শহীদ করেছিল, আহত করেছিল, যে সংগঠনের হাতে হাজারো শহীদের রক্ত লেগে আছে, আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনটিকে এখনো অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি।’

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

 

সূত্র: https://www.facebook.com/khan.talat.mahmud.rafy.248898/videos/1445890520150976

রাকিব

×