
ছবি তুলেছেন: প্রীতম মাহমুদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন।
অভিযান শুরুর নাটকীয় সাড়ে ৬ ঘণ্টা পর তাকে নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
রাকিব