ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভাঙা রেললাইন, অল্পতেই রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:২৯, ৯ মে ২০২৫

ভাঙা রেললাইন, অল্পতেই রক্ষা পেল যাত্রীরা

ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেলপথের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহীদ নগর এলাকায় রেললাইন ভাঙ্গা থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন যাত্রা বিঘ্নিত হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা এসে ভাঙা লাইন মেরামত করলে প্রায় ২  ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটের দিকে কাওরাইদ-মশাখালী রেল স্টেশনের মধ্যবর্তী শহীদ নগর এলাকার ৩৪৭এ এর ৩/২ কিমি পয়েন্টে স্থানীয় লোকজন রেললাইনে ভাঙা দেখতে পান। এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন মশাখালী স্টেশন অতিক্রম করে আসছিল। এ অবস্থায় লোকজন অগ্রসর হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 

খবর পেয়ে সংশ্লিষ্টরা গফরগাঁও থেকে গিয়ে ভাঙা রেল লাইন মেরামত করলে আটকে থাকা কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

গফরগাঁও রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী(পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই শহীদ নগরে গত ৩\৪ মাসে তিনবার লাইন ভেঙেছে। রেল পথের লাইনগুলো বহু বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন ট্রেনে লাইনগুলো জোড়াতালি দিয়ে চলছে।

 

ফারুক

×