ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে লঞ্চঘাটে পিকনিক পার্টি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ৬

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ০০:৩৭, ১০ মে ২০২৫

মুন্সীগঞ্জে লঞ্চঘাটে পিকনিক পার্টি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ৬

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির লোকজনের সাথে স্থানীয়দের মারামারিতে শুক্রবার সন্ধ্যায় নারীসহ অন্তত  ৬ আহত হয়েছে। এই সময় 
পিকনিকের তিন তলা লঞ্চ এভি ক্যাপ্টেন ভাংচুর হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে  কিছু লোকজন লঞ্চটিতে করে পিকনিকে বের হয়। চাঁদপুর ঘুরে লঞ্চটি ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নোঙর করে। 

পুলিশ জানায়, উঠতি বয়সী ৩০০-৪০০ ছেলে-মেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চ ভাড়া করে। বেশ কিছু উঠতি বয়সী ছেলে-মেয়েরা লঞ্চের ছাদে গান-বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি  রাত সাড়ে ৭ টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থামলে লঞ্চে থাকা ৮-১০ জন ছেলে মেয়েরা চা-নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে বিষয়টি লঞ্চঘাটে থাকা ছাত্র- জনতা ক্ষুব্ধ হয়। ঘাটে থাকা  ৫০-৬০ জন ছাত্র- জনতা লঞ্চে উঠলে পিকনিকের ছেলে-মেয়েদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে লঞ্চে থাকা ছেলে মেয়েদের হেনস্তা ও মারপিট করে।

লঞ্চে ভাংচুর চলায়। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে এক যুবক প্রকাশ্যে প্রহার করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিকনিকের লোকজন দাবি করেছেন তাদের মারপিট ছাড়াও মোবাইলসহ নানা কিছু নিয়ে গেছে। লঞ্চটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে।

তবে তারা পিকনিকের লোকজনকে গন্তব্য পৌছে দিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে বলে পুলিশকে জানিয়েছেন।

রাজু

×