ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রক্তক্ষয়ী সংঘর্ষে হামাসের কাছে ধরাশায়ী ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড

প্রকাশিত: ০৭:২৬, ১০ মে ২০২৫; আপডেট: ০৭:৩০, ১০ মে ২০২৫

রক্তক্ষয়ী সংঘর্ষে হামাসের কাছে ধরাশায়ী ইসরায়েলের অভিজাত গোলানি ব্রিগেড

ছবি: প্রতীকী

দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি স্থল আগ্রাসনের মুখে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, রাফার দক্ষিণাঞ্চলে তানুর পাড়ায় একটি গোপন ফাঁদে তারা ইসরায়েলি বাহিনীর একটি দলকে টার্গেট করে দুইটি বিধ্বংসী রকেট হামলা চালায়। হামাসের ভাষ্যমতে, এতে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো এর সত্যতা নিশ্চিত করেনি।

এছাড়া, ওমর ইবনে আল খাত্তাব মসজিদের নিকটবর্তী এলাকায় কাসাম যোদ্ধারা বিস্ফোরক পেতে একটি ইসরায়েলি টহল দলকে লক্ষ্য করে আক্রমণ করে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আহতদের সরিয়ে নিতে দ্রুত হেলিকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি গণমাধ্যম কিছুটা নীরব থাকলেও কয়েকটি সংবাদমাধ্যম গোলানি ব্রিগেডের কিছু সদস্যের হতাহতের কথা স্বীকার করেছে। এই সংঘর্ষের ফলে রাফা শহরের সাধারণ মানুষের অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। বাড়ছে আশ্রয়হীন মানুষের সংখ্যা, সংকট দেখা দিয়েছে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ গাজায় অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন। হিব্রু দৈনিক ‘Maariv’ জানায়, নেতানিয়াহু গাজায় স্থল অভিযানের বিস্তার এবং জনসংখ্যা স্থানান্তরের একটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অগ্রসর হচ্ছেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=lJLa7Q03HHU

রাকিব

×