ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারত যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়বো; পাকিস্তানের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৯:৪৭, ১০ মে ২০২৫

ভারত যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়বো; পাকিস্তানের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়বে পাকিস্তান।

 

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তান থেকে ভারতে হামলা চালানো হয়েছে—এমন কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি। তিনি বলেন, “দিল্লি এখনো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। আমরা বারবার বলেছি, পাকিস্তান যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারত যা খুশি করতে পারে, আমরা প্রস্তুত আছি।”

 

 

ভারতের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তারা যদি যুদ্ধ চালিয়ে যেতে চায়, ঠিক আছে—তবে তারা যা শুরু করেছে, তার শেষ দেখে ছাড়বো আমরা।” ভারত সরকারের মনোভাব নিয়েও কটাক্ষ করেন জেনারেল আহমেদ শরীফ। তিনি বলেন, “ভারত সরকারকে সিনেমা ও নাটকের জগত থেকে বেরিয়ে আসতে হবে।এই কল্পনার জগত ও গল্প বানানো বন্ধ করতে হবে।”

তার এই বক্তব্যের পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
 

আঁখি

×